চট্টগ্রাম বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

সীতাকুণ্ডে ‘রোভাস্টা জাতের’ কফি চাষে বাজিমাত

সৌমিত্র চক্রবর্তী, সীতাকুণ্ড

২২ নভেম্বর, ২০২৪ | ১২:৫৩ অপরাহ্ণ

সীতাকুণ্ডে বিদেশি ‘রোভাস্টা জাতের’ কফির প্রথম চাষেই চমকে দিয়েছেন চাষিরা। পরীক্ষামূলকভাবে উপজেলার ৮টি ইউনিয়নের ৯ হেক্টর পাহাড়ি ভূমিতে কফির আবাদ হয়েছে এবার। প্রতিটি বাগানের গাছেই কফির কম বেশি ফলন হয়েছে। গাছে গাছে লাল-বাদামি ও সবুজ রংয়ের এসব কফি দেখে মন জুড়াচ্ছেন কৃষক ও কৃষি কর্মকর্তারা। এ সফলতার মধ্য দিয়ে উপজেলা তথা দেশের কৃষি আরো একধাপ এগিয়ে গেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, কৃষিতে সীতাকুণ্ড উপজেলার সাফল্য বরাবরই ঈর্ষনীয়। স্থানীয় পাহাড় ও সমতল ভূমির উর্বর মাটিতে অসংখ্য প্রকার সবজি ও ফল চাষের সফলতায় দেশ ছাড়িয়ে বিদেশেও রয়েছে এ উপজেলার সুনাম। এবার সেই তালিকায় নতুন করে যোগ হলো ‘কফি চাষে সফলতা’। এখানে এবার প্রথম পরীক্ষামূলকভাবে ৮টি ইউনিয়নের ৯ হেক্টর জমিতে কফির চাষ করা হয়েছে। দীর্ঘ ২ বছরের চেষ্টায় গাছে কফির ফলন পেয়ে এখন কৃষকদের সাথে খুশি কৃষি কর্মকর্তারাও।

 

কফি চাষের এই সফলতা দেখতে সরেজমিনে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের পিএইচপি ফ্লোট গ্লাস কারখানার পূর্বদিকে অন্তত দুই কি.মি. গহীন জঙ্গল পথে তিনটি পাহাড় পেরিয়ে একটি কফি ক্ষেত দেখা যায়। পিএইচপির পাহাড়ে এই ক্ষেতটিতে চাষাবাদ করেন মো. শহীদ নামক এক কৃষক। দেখা যায়, তিনি কফি ক্ষেতটি পরিচর্যা করছেন। এখানেই কথা হয় তার সাথে। মো. শহীদ জানান, পাহাড়ে কফি চাষ অনেক কঠিন।

 

প্রথম দিকে প্রচুর ব্যয় হয় একটি ক্ষেত তৈরি করতে। এই জমি পিএইচপি ফ্যামিলির। তাদের আগ্রহ ও সার্বিক ব্যবস্থাপনায় এবং কৃষি বিভাগের সার্বক্ষণিক সহযোগিতায় বাগানটি গড়ে তোলা হয়। কফি চাষের জন্য প্রয়োজন আলো আধারি পরিবেশ। বেশি রোদে কফি নষ্ট হয়ে যায়। তাই অনেক বেছে এই পাহাড়ে ৩ হেক্টর জমিতে পরীক্ষামূলকভাবে ৮০০টি রোভাস্টা জাতের কফির চারা রোপণ করা হয়েছে।

 

গত দুই বছর আগে এসব চারা রোপণের পর থেকে নিয়মিত পানি দেওয়া, বাগান আগাছা মুক্ত রাখাসহ গাছগুলোকে পরিচর্যায় অনেক কঠিন পরিশ্রম করতে হয়েছে। এরপরও আমরা কফি চাষে সফল হবো কিনা তা নিয়ে ছিলাম সন্দিহান। কিন্তু কিছুদিন পূর্বে গাছে গাছে কফি ফুল থেকে ফল ধরা শুরু হয়। এখন কিছু গাছে ফুল ও সবুজ কাঁচা ফল আছে। আর অনেক গাছে ফল পেকে লালছে বাদামি আকার ধারণ করেছে। এসব কফি দেখে আমরা খুবই খুশি।

 

তিনি বলেন বাড়বকুণ্ড ইউনিয়নের দায়িত্বে থাকা উপ-সহকারী কৃষি অফিসার মো. নাজিম উদ্দিন, উপজেলা কৃষি অফিসার মো. হাবিবুল্লার দিক নির্দেশনা অনুযায়ী নিয়মিত এই বাগানে এসে পরামর্শ দিয়েছেন, সরকারি সার, কীটনাশকসহ নানান সুবিধা পাঠিয়েছেন। তাদের পরামর্শ ও এসব ব্যবহার করে আমরা কফির ফলন পেয়েছি। উপসহকারী কৃষি অফিসার মো. নাজিম উদ্দিন বলেন, এই ক্ষেতটিকে সফল করতে রোদ-বৃষ্টিতে কি পরিমাণ পরিশ্রম করতে হয়েছে তা আমি জানি আর কৃষক শহীদসহ সংশ্লিষ্টরা জানেন। এখন সফলতা দেখে বুক ভরে গেছে।

 

সীতাকুণ্ড উপজেলা কৃষি অফিসার মো. হাবিবুল্লা বলেন, কাজু বাদাম এবং কফি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় এ উপজেলার সলিমপুর, ভাটিয়ারী, কুমিরা, বাড়বকুণ্ড, সোনাইছড়ি, বাঁশবাড়িয়া, বারৈয়াঢালা ইউনিয়ন ও পৌরসভাধীন পাহাড়ের ৯ হেক্টর জমিতে বিদেশি রোভাস্টা জাতের কফির চাষ করা হয়েছে। আমরা কৃষকদের সরকারিভাবে সার্বিক সহযোগিতা দিয়েছি। এখন সবকটি বাগানে কফির ফলন এসেছে।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট