চট্টগ্রাম মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

লোহাগাড়ায় অভিযান

অবৈধ সিলিন্ডার বিক্রি করায় ২ লক্ষাধিক টাকা জরিমানা, ৮ হাজার সিলিন্ডার জব্দ

লোহাগাড়া সংবাদদাতা

২০ নভেম্বর, ২০২৪ | ৬:৪১ অপরাহ্ণ

অবৈধ গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে চট্টগ্রামের লোহাগাড়ায় অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সময় আট হাজার গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়।

 

বুধবার (২০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালিত করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান।

 

দণ্ডিতরা হলেন- উপজেলা চুনতি ইউনিয়নের কালো সিকদার পাড়া এলাকার ব্যবসায়ী মো. শাহীন। তিনি ফেনীর ফুলগাজী এলাকার নুরুন্নবীর ছেলে। তিনি দীর্ঘদিন রহিমা এন্ড মাম্মি এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠানের মালিক। তার কাছ থেকে আট হাজার গ্যাস সিলিন্ডার জব্দ করে ২ লাখ টাকা জরিমানা করা হয়। অপরজন হলেন আবু আলা সিদ্দিকী। তিনি একই ইউনিয়নের আবদুল গাফ্ফার সিদ্দিকীর’র ছেলে। তাকেও একই অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনামুল হাছান জানান, গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। দণ্ডিতদের কাছ থেকে জরিমানা আদায় ও মজুদ করা ৮ হাজার গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়েছে। তাদেরকে কঠোরভাবে হুঁশিয়ার করে দেয়া হয় যে, তারা যেন আগামীতে এ ধরনের অবৈধ ব্যবসা পরিচালনা না করেন। এ ব্যাপারে তাদের কাছ থেকে লিখিত মুচলেকা নেন।

 

পূর্বকোণ/মনির/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট