চট্টগ্রাম বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

সীতাকুণ্ডে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

সীতাকুণ্ড সংবাদদাতা

২০ নভেম্বর, ২০২৪ | ১২:০৬ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে তৃষা পরিবহনের ধাক্কায় রিকশায় থাকা মো. নুরুল আবছার (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত নুরুল আবছার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

 

মঙ্গলবার (১৯ নভেম্বর) পৌরসদরের উত্তর বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর আনুমানিক ১২টার দিকে বৃদ্ধ নুরুল আবছার নাতিকে মাদ্রাসা থেকে নিয়ে রিকশাযোগে বাড়ি ফিরছিলেন। পথে পৌরসদরের উত্তর বাইপাস সড়কে তৃষা পরিবহনের একটি বাস পেছন থেকে রিকশাটিকে ধাক্কা দেয়। এতে রিকশা উল্টে নুরুল আবছার মাথায় গুরুতর আঘাত পান। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত ৩ টায় তিনি মারা যান।

 

নিহত নুরুল আবচারের ছেলে মহিনের বরাত দিয়ে তার ঘনিষ্ট বন্ধু মো. লিয়াকত এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

এ বিষয়ে জানতে কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ মো. জাহাঙ্গীরের কাছে ফোন করলেও তিনি কল রিসিভ করেননি।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট