চট্টগ্রাম মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

কর্ণফুলীতে আগুনে ক্ষতিগ্রস্তদের জামায়াতের অর্থসহায়তা

বিজ্ঞপ্তি

১৯ নভেম্বর, ২০২৪ | ৯:৪১ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলীতে গত রবিবার বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনে পুড়ে ছাই হয়েছে দুই ভাইয়ের দোকান। আগুনে ক্ষতিগ্রস্ত দুই ভাইকে অর্থসহায়তা দিয়েছে উপজেলা জামায়াত ইসলামী।

 

মঙ্গলবার (১৯ নভেম্বর) ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে যান উপজেলা জামায়াত আমীর মাস্টার মনিরুল আবছার চৌধুরীসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ। পরে তাদের হাতে অর্থসহায়তা তুলে দেওয়া হয়।

 

জানা যায়, গত ১৭ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে একটি কুলিং কর্ণার ও হার্ডওয়্যার দোকানের যাবতীয় মালামালসহ নগদ অর্থ পুড়ে যাওয়ার ঘটনা ঘটে।

 

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাস্টার মনিরুল আবছার চৌধুরী বলেন, আমরা মানবিক সহায়তা নিয়ে এসেছি। সবাই তাদের সহযোগিতায় এগিয়ে আসুক। সবার সহযোগিতায় তারা আবারো ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস করি।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট