চট্টগ্রামের হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্টে পিও শীল (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) রাত দশটার দিকে উপজেলার ধলই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডস্থ এনায়েতপুরের শীল পাড়ায় এ ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার রাতে নবনির্মিত ঘরের জানালা বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে প্রাণ হারায় পিও শীল। সে ওই এলাকার জিশু শীলের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান।
পূর্বকোণ/পিআর