চট্টগ্রাম মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ২ লাখ টাকা জরিমানা

লোহাগাড়া সংবাদদাতা

১৮ নভেম্বর, ২০২৪ | ৭:০৪ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার রশিদের পাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাছান। দণ্ডিত ব্যবসায়ীর নাম ওসমান গনি।

 

ইউএনও জানান, জেলা এনএসআই প্রতিনিধি দলের গোপন তথ্যের ভিত্তিতে উক্ত অভিযান পরিচালনা করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় লোহাগাড়া সদর রশিদার পাড়ায় ঘনবসতিপূর্ণ এলাকায় যত্রতত্রভাবে গ্যাস সিলিন্ডার বিক্রি এবং বিস্ফোরক লাইসেন্স ও ফায়ার লাইসেন্স না থাকায় উক্ত ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। গ্যাস সিলিন্ডারের মালিককে কালকের মধ্যে ওই স্থান থেকে দোকান সরিয়ে নেয়ার জন্য কঠোরভাবে নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

 

 

পূর্বকোণ/মনির/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট