চট্টগ্রাম বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

টেকনাফে ২ লাখ ১০ হাজার ইয়াবা জব্দ

নিজস্ব প্রতিবেদক

১৮ নভেম্বর, ২০২৪ | ৬:২৪ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড। সোমবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে শাহপরীর দ্বীপ সংলগ্ন সাবরাং খুরের মুখ এলাকা থেকে এসব ইয়াবা জব্দ করা হয়।

 

দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি বলেন, সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপ সংলগ্ন সাবরাং খুরের মুখ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। অভিযান চলাকালীন ওই এলাকায় ইঞ্জিনচালিত একটি কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে আভিযানিক দল তাদেরকে টর্চ লাইট ও বাঁশির মাধ্যমে থামার সংকেত দেয়। ওই বোটে থাকা দু’জন কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে বোট থেকে লাফিয়ে পালিয়ে যায়। পরে ওই বোটে তল্লাশি চালিয়ে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

 

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট