চট্টগ্রাম শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

চন্দ্রঘোনায় মদ তৈরির উপকরণ ও অটোরিকশাসহ গ্রেপ্তার ৪

কাপ্তাই সংবাদদাতা

১৭ নভেম্বর, ২০২৪ | ৬:০২ অপরাহ্ণ

রাঙামাটির চন্দ্রঘোনায় ২৪৭ কেজি চোলাইমদ তৈরির উপকরণ ও অটোরিকশাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় তাদের বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা করা হয়েছে।

 

আটকরা হল- রাইখালী ইউনিয়নের খন্তাকাটা এলাকার মো. ইউনুসের ছেলে মো. আরমান (২২), একই এলাকার ক্রেসুনু মার্মার ছেলে সিনুপ্রু মারমা (৩২), একই ইউনিয়নের ডংনালা এলাকার মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. সোহাগ (১৯) ও মো. মোসলেম উদ্দিনের ছেলে মো. ইমাম হোসেন (২২)।

 

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, বাঙালহালিয়া বাজার সড়কে বিশেষ অভিযান চালিয়ে ২৪৭ কেজি চোলাইমদ তৈরির উপকরণ ও একটি সিএনজিচালিত অটোরিকশাসহ চারজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে রাঙামাটি আদালতে সোপর্দ করা হয়েছে।

 

পূর্বকোণ/কবির/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট