চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

ফটিকছড়িতে ট্রাকের ধাক্বায় মোটরসাইকেল চালক নিহত

নাজিরহাট সংবাদদাতা

১৬ নভেম্বর, ২০২৪ | ৩:০৭ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাটে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় মোহাম্মদ সাঈদ (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত মোহাম্মদ সাঈদ নাজিরহাট পৌরসভার (৪ নম্বর ওয়ার্ড) দায়েম চৌধুরী বাড়ির মোহাম্মদ ইদ্রিসের ছেলে।

 

শনিবার (১৬ নভেম্বর) দুপুর ২টায় চট্টগ্রাম নাজিরহাট পৌর এলাকার খাগড়াছড়ি সড়কের বাঘমারা পুকুর পাড় এলাকায় এই ঘটনা ঘটে।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে ঘটনা সত্যতা নিশ্চিত হওয়া গেছে।

 

জানা গেছে, নিহত সাঈদ মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিল। ঘটনাস্থলে নাজিরহাট বাজারমুখী দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মারাত্মকভাবে আহত হন সাঈদ। পরে স্থানীয়রা উদ্ধার করে নাজিরহাটস্থ ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট