চট্টগ্রাম বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

রাঙামাটিতে দুই ভারতীয় নাগরিকসহ আটক ৭

নিজস্ব প্রতিবেদক

১৬ নভেম্বর, ২০২৪ | ১১:৪০ পূর্বাহ্ণ

রাঙামাটির বরকল উপজেলায় অবৈধভাবে অনুপ্রবেশকারী ২ ভারতীয় নাগরিকসহ সাতজনকে আটক করেছে বিজিবি। এদের মধ্যে ৫ জন বাংলাদেশি নাগরিক। এসময় তাদের কাছ থেকে নগদ ২ লাখ ৬৯ হাজার ১’শ টাকাসহ ১টি মোবাইল উদ্ধার করা হয়।

 

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেল ৫ টার দিকে রাঙামাটিগামী যাত্রীবাহী স্পিডবোট তল্লাশি করে তাদের গ্রেপ্তার করা হয়।

 

ভারতীয় নাগরিকরা হলো- ভারতের লুংলে জেলার ত্রিপুরা ঘাট গ্রামের অঞ্জন কুমার চাকমার ছেলে সুরেশ চাকমা ও জলন্ত কুমার চাকমার ছেলে অরং খান চাকমা। আটক বাংলাদেশি নাগরিকদের পরিচয় পাওয়া যায়নি।

 

এ বিষয়ে রাঙামাটি বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল মো. আনোয়ার লতিফ খান জানান, স্পিডবোটযোগে ৬ যাত্রীসহ রাঙামাটি আসার পথে বরকলে বিজিবির চেকপোস্টে নিয়মিত চেকআপের সময় ২ ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। এছাড়া বোট চালকসহ তাদের সহযোগী ৫ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। আটকদের বরকল বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। বিজিবির আনুষাঙ্গিক কাজ সম্পন্ন করে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট