চট্টগ্রাম শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

সীতাকুণ্ডে গৃহস্থ বাড়ির রান্নাঘর থেকে অজগর উদ্ধার

সীতাকুণ্ড সংবাদদাতা

১৫ নভেম্বর, ২০২৪ | ৮:২১ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ির রান্নাঘর থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে স্থানীয়রা। শুক্রবার (১৫ নভেম্বর) সকালে কুমিরা ইউনিয়নের সোনার পাড়া এলাকার খলিলুর রহমানের বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের পূর্ব সোনার পাড়া এলাকায় খলিলুর রহমানের রান্নাঘরে একটি অজগর সাপ দেখতে পায় ঐ বাড়ির বাসিন্দারা। সাপটি ঘরের উপরের দিকে আড়ার সাথে পেঁচিয়ে ছিলো। এ দৃশ্য দেখে ভয়ে চিৎকার শুরু করলে স্থানীয় বাসিন্দারা এসে জড়ো হয়। পরে যুব সমাজ নামে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এসে অজগরটি ধরে নিয়ে গহীন পাহাড়ে অবমুক্ত করেন।

 

ইলিয়াস সানি নামক স্থানীয় এক বাসিন্দা জানান, শুক্রবার সকাল ৮টার দিকে ঐ বাড়িতে একটি অজগর দেখা গেছে বলে খবর ছড়িয়ে পড়লে সেটি দেখতে ভিড় করে একাকাবাসী। কিন্তু কেউ অজগরটি ধরার সাহস করছিল না। পরে বাসিন্দারা যুব সমাজ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের খবর দেন। ওই সংগঠনের সভাপতি মো. সাইফুল ইসলামের নেতৃত্বে ১০ সদস্যের একটি দল ঘটনাস্থলে গিয়ে অজগরটি টেনে নামিয়ে ফেলে। পরে বস্তাবন্দী করে সেটি ওই বাড়ির কাছাকাছি পাহাড়ের গহীনে নিয়ে ছেড়ে দেন তারা।

 

অজগরটির দৈর্ঘ্য আনুমানিক ১০ ফুটের মত। এলাকাবাসী ধারণা করছেন বৃহস্পতিবার রাতের কোন এক সময় সেটি লোকালয়ে চলে আসে। পরে খলিলুর রহমানের রান্না করে আড়ার সঙ্গে পেঁচিয়ে থেকে যায়। খলিলুর রহমানের বাড়ি থেকে আধা কিলোমিটার পূর্বেই পাহাড়ের টিলা রয়েছে। সেখান থেকে অজগরটি খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে বলে ধারণা করা হচ্ছে।

 

 

পূর্বকোণ/সৌমিত্র/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট