চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

চকরিয়ায় পরোয়ানাভুক্ত পলাতক ৪ আসামি গ্রেপ্তার

চকরিয়া সংবাদদাতা

১৫ নভেম্বর, ২০২৪ | ৬:০৫ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় বিভিন্ন মামলার পলাতক চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হল- চকরিয়া পৌরসভার শমশের পাড়া ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নূর আহমদের ছেলে মো. শাহ আলম (৩০), ৯ নম্বর ওয়ার্ডের রাজধানী পাড়ার ছাবের আহমদের ছেলে নাজেম উদ্দিন (৩২), ডুলাহাজারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড নতুন পাড়ার আমির হোসেনের ছেলে নুরুল কাদের (৩৩) ও খুটাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড দক্ষিণ ফুলছড়ির কামাল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (৩৫)।

 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভুঁইয়া বলেন, গ্রেপ্তার চারজন আসামির বিরুদ্ধে বিভিন্ন মামলায় পরোয়ানা ছিল। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

 

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট