চট্টগ্রাম শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

আনোয়ারায় ২ চোরকে ধরে সেনাবাহিনীকে দিল জনতা

নিজস্ব সংবাদদাতা, আনোয়ারা

১৫ নভেম্বর, ২০২৪ | ৪:৪৬ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় দুই চোরকে হাতেহাতে ধরে সেনাবাহিনীকে দিয়েছে স্থানীয় জনতা।

বৃহস্পতিবার সন্ধ্যা ৫টা ৫০মিনিটের দিকে উপজেলার বোয়ালিয়া গ্রাম থেকে চুরায় মালামাল বিক্রির সময় তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বোয়ালিয়া গ্রামের মো. আরমান উদ্দিন জিসান (১৯) ও মো. ওসমান শামীম জয় (১৮)। তারা দু’জনেই স্থানীয় পেশাদার চোর বলে জানান সেনাবাহিনী।

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে বোয়ালিয়া গ্রামে নাগর দোলার লোহার এ্যাংগেল চুরি করে বিক্রয় করার সময় স্থানীয় লোকজন দুই চোরকে ধরে আটকিয়ে রাখে জনতা। পরে তারা আনোয়ারা ক্যাম্পের সেনাবাহিনীর টহল দলের কাছে তাদের হস্তান্তর করে। দু’জনকে সুস্থ অবস্থায় আইনী প্রক্রিয়ার জন্য আনোয়ারা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, দুই চোরকে সেনাবাহিনী আটক করে থানায় হস্তান্তর করেছে। তাদের আদালতে প্রেরণ করা হবে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট