চট্টগ্রাম বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

সাতকানিয়ায় আগুনে পুড়ল দোকান

নিজস্ব সংবাদদাতা,সাতকানিয়া

১৫ নভেম্বর, ২০২৪ | ৩:০৮ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়া কেরানীহাটে আগুনে একটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে ।

শুক্রবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় কেরানীহাটে মোহাম্মদ জুনায়েদ মালিকানাধীন শাহ জব্বারিয়া ম্যাট্রেস হাউসে এই আগুনের ঘটনা ঘটে। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

এ সময় আগুনে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে বলেন জানান সাতকানিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আজাদুল ইসলাম।

তিনি বলেন, আগুনের খবর পেয়ে আমাদের তিনটি ইউনিট নিয়ে আগুন নেভানোর কাজ চালিয়ে যায় এবং দ্রুত সময়ের মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট