চট্টগ্রাম মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

নাইক্ষ্যংছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

নাইক্ষ্যংছড়ি সংবাদদাতা

১৪ নভেম্বর, ২০২৪ | ১১:০১ অপরাহ্ণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সড়ক দুর্ঘটনায় কাউছার হোসেন প্রকাশ সোহাগ (২৮) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের রেজুখলের ব্রিজের মাথা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাউছার হোসেন সোহাগ নাইক্ষ্যংছড়ি হাজী এমএ কালাম সরকারি ডিগ্রি কলেজের ছাত্র। সে সোনাইছড়ি ইউনিয়নের নতুন পাড়ার বদিউল আলমের পুত্র।

স্থানীয়রা জানান, মোটরসাইকেলের সঙ্গে দ্রুত গতির ডাম্পার গাড়ির সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় সোহাগ। পরে চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম নিয়ে যাওয়ার পথে চকরিয়ার হারবাং এলাকায় তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসারুরুল হক।

পূর্বকোণ/শামীম/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট