চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

গাড়ি চাপায় নারীর মৃত্যু সীতাকুণ্ডে

নিজস্ব সংবাদদাতা, সীতাকুণ্ড

১৪ নভেম্বর, ২০২৪ | ৮:১০ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকাল ৫টায় উপজেলার শীতলপুর চৌধুরীঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকালে সড়ক পারাপারের সময় এক মধ্যবয়সী নারী নিহত হয়েছেন।

আবুল খায়ের স্টিল মিলের কারখানা ইনচার্জ ইমরুল কাদের ভূঁইয়া বলেন, আমাদের কারখানার সড়কে গাড়ি চাপা পড়ে এক নারী নিহত হয়েছেন। যতদূর শুনেছি ঐ নারী মানসিক সমস্যাগ্রস্ত ছিলেন। পুলিশ এসে লাশ নিয়ে গেছে।

সীতাকুণ্ড থানার ওসি মো. মুজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট