চট্টগ্রাম বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

আনোয়ারায় পাওনা টাকা চাওয়ায় দোকানদারকে দায়ের কোপ, গ্রেপ্তার ১

আনোয়ারা সংবাদদাতা

১৪ নভেম্বর, ২০২৪ | ৩:৪৬ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় পাওনা টাকা চাওয়ায় দেলোয়ার নামের এক চায়ের দোকানদারকে দায়ের কোপ দিয়ে গুরুতর আহত করেছেন নাসির (৬০) নামের এক ব্যক্তি। এ ঘটনায় অভিযুক্ত নাসিরকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

 

বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে আনোয়ারা সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মো. আমিরুল ইসলামের নেতৃত্বে একটি টহল টিম উপজেলার বৈরাগ এলাকা থেকে তাকে আটক করে।

 

আনোয়ারা সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, বুধবার রাত পৌনে ৮টার দিকে বৈরাগ ইউনিয়নে চায়ের দোকানদার দেলোয়ার নাসিরের কাছে তার পাওনা টাকা চাইলে নাসির প্রথমে গালিগালাজ করে এবং পরে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দা দিয়ে দেলোয়ারকে কোপ মারে। এসময় দোকানী দেলোয়ার গুরুতর আহত হয়। পরবর্তীতে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। সাথে সাথে অভিযান পরিচালনা করে নাসিরকে আটক করে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, নাসির নামের এক ব্যক্তিকে সেনাবাহিনী আটক করে থানায় হস্তান্তর করেছে। তাকে সকালে আদালতে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট