চট্টগ্রাম মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

লোহাগাড়ায় ধারালো অস্ত্রসহ আটক ৪

লোহাগাড়া সংবাদদাতা

১৩ নভেম্বর, ২০২৪ | ১০:৫৩ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়নের কসাই পাড়া বর্তমান হাজী পাড়ায় যৌথ বাহিনীর অভিযানে ধারালো অস্ত্র, চোরাই মোবাইল ও মাদকসহ চারজনকে আটক করেছে যৌথ বাহিনী।

 

বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ অভিযান পরিচালনা করেন লোহাগাড়া সেনা ক্যাম্প কমান্ডার মেজর মুহাম্মদ সাঈদ হাসান ও থানার এসআই শরিফুল ইসলামের নেতৃত্বে সেনা ও পুলিশ বাহিনীর সদস্যরা।

 

অভিযানে চোরাই মোবাইল সেট ১০টি, ধারালো অস্ত্র ১২টি, গাঁজা, ইয়াবা, ফয়েল পেপার, দেশীয় মদসহ বাড়ি তল্লাশি চালিয়ে উক্ত চারজনকে আটক করা হয়েছে।

 

আটকরা হল- সাতকানিয়া উপজেলার বোয়ালিয়া পাড়ার মৃত আবুল হোসনের ছেলে মোহাম্মদ হোছন (৪০), সোনাকানিয়া ইউনিয়নের মৃত জিয়াবুল হকের ছেলে আমিনুল ইসলাম (৪৫), বড়হাতিয়া ইউনিয়নের বর্তমান হাজীর পাড়ার আবদুল শুক্কুরের ছেলে কামাল উদ্দীন (৪০) ও রফিক উদ্দীনের ছেলে মো. এরশাদ (২১)।

 

লোহাগাড়া সেনা ক্যাম্প কমান্ডার মেজর মুহাম্মদ সাঈদ হাসান জানান, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সেনা ও পুলিশ বাহিনীর যৌথ অভিযানে চারজনকে ধারালো অস্ত্র, চোরাই মোবাইল সেট ও মাদকদ্রব্যসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মাদক ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান।

 

পূর্বকোণ/মনির/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট