চট্টগ্রাম মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

টেকনাফে ১ লাখ ইয়াবাসহ যুবক আটক

টেকনাফ সংবাদদাতা

১৩ নভেম্বর, ২০২৪ | ২:০৫ অপরাহ্ণ

টেকনাফের হ্নীলায় অভিযান চালিয়ে ১ লাখ ইয়াবা, একটি এলজি ও এক রাউন্ড গুলিসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বিজিবি। এ সময় একটি কাঠের নৌকাও জব্দ করা হয়।

আটক যুবক নুর রসিদ (২৫) লেদা রোহিঙ্গা ক্যাম্পের সলিমুল্লাহর ছেলে।

বুধবার (১৩ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমদ।

তিনি জানান, হ্নীলা আনোয়ার প্রজেক্ট নামক এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের একটি চালান বাংলাদেশে আসার খবর পেয়ে সেখানে অবস্থান নেয় বিজিবি। কিছুক্ষণ পর বিজিবি টহলদল তিনজন ব্যক্তিকে একটি কাঠের নৌকা নিয়ে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে। বিজিবি তাদের চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করে। এ সময় এক জনকে গ্রেপ্তার করা হয়। পরে ওই কাঠের নৌকা থেকে ১ লাখ ইয়াবা, ১টি ওয়ান শুটার গান (এলজি) ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটক আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট