চট্টগ্রাম শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

আনোয়ারায় এবার সেনাবাহিনীর হাতে মদ ব্যবসায়ী গ্রেপ্তার

আনোয়ারা সংবাদদাতা

১২ নভেম্বর, ২০২৪ | ৫:৫৬ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় এবার সেনাবাহিনীর অভিযানে ৫৬.৫ লিটার দেশীয় মদসহ মদ ব্যবসায়ী উত্তম সরকারকে (৪৫) গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

 

এর আগে গত শুক্রবার আনোয়ারার মাদক সম্রাট নামে খ্যাত জসিম উদ্দিন ওরফে পিচ্চি জসিমকে (৪২) গ্রেপ্তার করে সেনাবাহিনী।

 

মঙ্গলবার (১২ নভেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের গুজরা গ্রামে অভিযান চালিয়ে মদ ব্যবসায়ী উত্তম সরকারকে গ্রেপ্তার করা হয়।

 

চিহ্নিত মাদক ব্যবসায়ী উত্তম সরকার উপজেলার হাইলধর ২ নম্বর ওয়ার্ডের গুজরা গ্রামের নেপাল সরদারের ছেলে।

 

সেনাবাহিনী সূত্র জানায়, আসামি উত্তম সরকার ও তার পিতা নেপাল সরদার চিহ্নিত দেশীয় মদ ব্যবসায়ী। তারা বিভিন্ন জায়গা থেকে দেশীয় মদ এবং মদ তৈরির কাঁচামাল নিয়ে এসে স্থানীয় মাদক সেবনকারীদের কাছে বিক্রয় করে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে ওই মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে দেশীয় মদসহ উত্তম সরকারকে আটক করা হয়।

 

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, দেশীয় মদসহ মদ ব্যবসায়ী উত্তম সরকারকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গ্রেপ্তার মাদক ব্যবসায়ীকে আদালতে পাঠানো হয়েছে।

 

পূর্বকোণ/সুমন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট