চট্টগ্রাম সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

রোহিঙ্গা ক্যাম্প থেকে যুবকের লাশ উদ্ধার

টেকনাফ সংবাদদাতা

১৭ অক্টোবর, ২০২৪ | ১১:৩৫ অপরাহ্ণ

উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের একটি বাড়ি থেকে এক রোহিঙ্গার লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত রোহিঙ্গা হলো- উখিয়ার কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডিডি -১১ ব্লকের বাসিন্দা মোহাম্মদ ইদ্রিসের পুত্র মোহাম্মদ এমরান (২৫)।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর ২টার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২ ওয়েস্টের একটি খালি ঘর থেকে এ লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, একদল সন্ত্রাসী এলোপাতাড়ি হামলা চালিয়ে মোহাম্মদ এমরানকে হত্যা করে। হত্যাকাণ্ডের পর সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ক্যাম্প অভ্যন্তরে থাকা এপিবিএন পুলিশের সহযোগিতায় লাশ উদ্ধার করে উখিয়া থানায় নিয়ে আসা হয়।

এ ব্যাপারে উখিয়া থানার ওসি মোহাম্মদ আরিফ হোসেন বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট