নাজিরহাটে হালদা নদীতে খেলতে গিয়ে নিখোঁজ মুহাম্মদ রনি (৮) নামের শিশুর মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত রনি নাজিরহাট বাজারের পশ্চিম প্রান্তের হালদা নদীর পাড় ঘেঁষা হামিদ কলোনির ভাড়াটিয়া দিনমজুর মুহাম্মদ সজীবের ছেলে।
ফটিকছড়ি থানার সাব ইন্সপেক্টর মুহাম্মদ গোলাম সরওয়ার বলেন, নিহত ছেলেটি মৃগী রোগী ছিল। বিকেলে খেলতে গিয়ে নিখোঁজ হয়। সন্ধ্যা ঘনিয়ে এলেও ঘরে না ফেরায় পরিবারের লোকজন খুঁজাখুঁজি করতে থাকে। তাঁর মামা নাজিম উদ্দীন রনিকে নদীতে লাফালাফি করতে দেখেছিলো সেই সূত্রে এলাকার লোকজন নদীতে খুঁজাখুঁজি করে রনির নিথর দেহ উদ্ধার করে। তাকে সন্ধ্যাায় নাজিরহাটস্থ ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
পূর্বকোণ/এএইচ