চট্টগ্রাম সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

চকরিয়ায় ঘরে ঢুকে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ধর্ষক আটক

চকরিয়া সংবাদদাতা

১৫ অক্টোবর, ২০২৪ | ১১:০১ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় ঘরে ঢুকে ১৬ বছর বয়সী এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে ঘরে ঢুকে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করে পালিয়ে যায় ধর্ষক। উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং ৮ নম্বর ওয়ার্ড কাট্টলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকালে মামলা হলে ঘটনাটি জানাজানি হয়। এদিন ধর্ষককেও আটক করা হয়। ধর্ষক মো. ওসমান গণি (৪২) ওই এলাকার মোক্তার আহমদের ছেলে। মঙ্গলবার বিকালে থানায় মামলা দায়েরের পর ঘটনাটি জানা যায়। কিশোরীর পিতা বলেন, রাতে গোয়াল ঘরের গরু দেখাশোনা করার পর ঘরে ঢুকে দরজা বন্ধ করে ঘুমাতে যাই। কিছুক্ষণ পর ঘরের বারান্দায় খাটের উপর ঘুমানো প্রতিবন্ধী মেয়ের কান্না শুনে দেখতে গেলে ওসমান গনিকে দেখতে পাই। এসময় তাকে ধরার চেষ্টা করলে সে পালিয়ে যায়। পরে বিষয়টি তার বড় ভাইকে অবহিত করা হয়। তার পিতা আরো জানান, আমার ছেলে চট্টগ্রামে মাদ্রাসায় লেখাপাড়া করে। তাই চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরে থানায় বিষয়টি অবহিত করলে স্থানীয় লোকজনের সহায়তায় থানা পুলিশ ধর্ষক ওসমান গণিকে আটক করে।

 

চকরিযা থানার ওসি মো. মঞ্জুর কাদের ভূইয়া বলেন, ভিকটিমকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। ধর্ষক আটক রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

 

 

পূর্বকোণ/জাহেদ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট