কক্সবাজারের চকরিয়ায় আগুনে পুড়ে গেছে দুই বাড়ি। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ৩ নম্বর ব্লকের নাপিতখালী পাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ওই ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম কাদের মনু জানান, স্থানীয় আমির হোছাইনের দুই ছেলে সেলিম উদ্দিন ও সাইফুল ইসলামের পৃথক দুটি বাড়িতে আগুন লেগে সব কিছু পুড়ে ছাই হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ৮-৯ লাখ টাকা হবে বলেও জানান তিনি।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে পরিবারের লোকজন জানান।
পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ