চট্টগ্রাম মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

উখিয়ায় অস্ত্র-গুলি ও ১ লাখ ইয়াবা ফেলে পালালো পাচারকারীরা

উখিয়া সংবাদদাতা

২১ আগস্ট, ২০২৪ | ১২:৫০ অপরাহ্ণ

উখিয়ার পালংখালী থেকে ১ লাখ ইয়াবা, দুটি পিস্তল, একটি দেশীয় পাইপগান, ১০ রাউন্ড পিস্তলের গুলি ও ১৫ রাউন্ড পাইপগানের গুলি উদ্ধার করেছে বিজিবি।

মঙ্গলবার (২০ আগস্ট) রাত সাড়ে ১১টায় উপজেলার পালংখালী ইউনিয়নের ফারির বিল নামক স্থান থেকে এসব ইয়াবা ও অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)র অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী বুধবার (২১ আগস্ট) সকালে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল মঙ্গলবার রাতে সীমান্ত থেকে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে উখিয়া থানাধীন পূর্ব ফারির বিল নামক স্থানে অবস্থান নেয় পালংখালী বিওপির একটি চৌকস আভিযানিক টহলদল। রাত সাড়ে ১১ টার দিকে কিছু চোরাকারবারী সীমান্ত থেকে পায়ে হেঁটে বাংলাদেশের অভ্যন্তরে আসার সময় বিজিবি তাদেরকে চ্যালেঞ্জ করে। এসময় চোরাকারবারীরা তাদের সাথে থাকা ব্যাগ ফেলে দ্রুত জঙ্গলের মধ্যে দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ১ লাখ পিস ইয়াবা, ২ টি বিদেশি পিস্তল, ১টি দেশীয় পাইপগান, ১০ রাউন্ড পিস্তলের গুলি এবং ১৫ রাউন্ড পাইপগানের গুলি জব্দ করা হয়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট