চট্টগ্রাম শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

মহেশখালীতে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

মহেশখালী সংবাদদাতা

৮ জুন, ২০২৪ | ৫:৫১ অপরাহ্ণ

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের সাইরার ডেইল এলাকা থেকে অস্ত্রসহ ওসামা (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গ্রেপ্তার ওসামা ইউনিয়নের সাইরার ডেইল এলাকার আজিজুল হকের ছেলে।

৮ জুন (শনিবার) বিকাল ৩টায় মহেশখালী থানা থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

পুলিশ জানায়, (৭ জুন) শুক্রবার গভীর রাতে মাতারবাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই ইমরান হোসেনের নেতৃত্বে রাত্রিকালীন টহল ডিউটির সময় গতিবিধি সন্দেহজনক মনে হলে ধৃত যুবককে পুলিশ অনুসরণ করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে গ্রেপ্তার করা হয়।

 

মহেশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাজ উদ্দিন বলেন, ধৃত যুবকের দেহ তল্লাশি করে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট