চট্টগ্রাম বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

খাগড়াছড়িতে বালুর ট্রাকে ১০৮ বোতল বিদেশি মদ, গ্রেপ্তার ৩

খাগড়াছড়ি সংবাদদাতা

৮ জুন, ২০২৪ | ৫:২২ অপরাহ্ণ

খাগড়াছড়িতে বালুর ট্রাকে করে বিদেশি মদ পরিবহনের সময় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জব্দ করা হয়েছে ১০৮ বোতল বিদেশি মদ।

গ্রেপ্তারকৃতরা হল- মো. জামাল হোসেন (৪২), মো. আবু সিদ্দিক (৩৫) ও মো. মোবারক হোসেন (২৮)। তিনজনই পানছড়ি উপজেলার বাসিন্দা।

শনিবার (৮ জুন) এক প্রেস বিফ্রিংয়ে পুলিশ সুপার মুক্তা ধর জানান, ভারতের সীমান্তবর্তী উপজেলা পানছড়ি থেকে বালু বোঝাই ট্রাকে করে ৪ কার্টুনে বিদেশি মদ জেলা সদরে পাচার করছিল একটি চক্র। অভিযান চালিয়ে জেলা সদরের মাস্টারপাড়া থেকে ১০৮ বোতল বিদেশি মদসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় মামলা হয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট