চট্টগ্রাম মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মাছ ব্যবসায়ীর মৃত্যু

লোহাগাড়া সংবাদদাতা

৭ জুন, ২০২৪ | ৯:৫৩ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় দরবেশ হাটের মাছ বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাছ ব্যবসায়ী মো. ইসমাঈলের (৩৬) মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

 

নিহত মো. ইসমাঈলের বাড়ি দরবেশ হাট সংলগ্ন সওদাগর পাড়ায়। তিনি ওই এলাকার নূর আহমদের ছেলে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য জাফর আলম। তিনি বলেন, ইসমাঈল পেশায় একজন মাছ ব্যবসায়ী। তিনি বাজার চলাকালীন অন্যান্য মাছ বিক্রেতাদের দোকানে বৈদ্যুতিক লাইন সরবরাহ করেন। ঘটনার সময় তিনি তার ওই কাজে ব্যস্ত থাকায় অসাবধনতাবশত একটি লাইনের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত হন। উপস্থিত লোকজন তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

 

 

পূর্বকোণ/মনির/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট