চট্টগ্রাম বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

টেকনাফে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ৪ আসামি গ্রেপ্তার

টেকনাফ সংবাদদাতা

৪ জুন, ২০২৪ | ১১:৩১ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত চারজন আসামি গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। সোমবার (৩ জুন) দিবাগত রাতে উপজেলার নাটমুড়াপাড়া, হ্নীলা বাজার এবং টেকনাফ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

গ্রেপ্তাররা হল- নাটমুড়াপাড়া এলাকার মৃত ওলা মিয়ার ছেলে মো. আব্দুস সালাম (৫৫), একই গ্রামের হাজী ফজল করিমের ছেলে নুরুল হামিদ (২৫), পৌরসভার আলিয়াবাদ নুর মিয়ার ছেলে নুরুল আমিন প্রকাশ তেঙ্গুয়া (৩৬) ও নাজিরপাড়া আব্দুল হাকিমের ছেলে মো. ইদ্রিস আলী (৩৮)।

 

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, পৃথক আভিযান চালিয়ে চারজন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

 

পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট