চট্টগ্রাম বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

আনোয়ারায় কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক

আনোয়ারা সংবাদদাতা

২ জুন, ২০২৪ | ১০:১৮ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় কৈখাইন বেড়িবাঁধ এলাকায় ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ এক যুবককে আটক করেছে। বিকালে এই ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করেন কিশোরীর বাবা।

 

রবিবার (২ জুন) দুপুরে উপজেলার কৈখাইন বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। আটক অরুন চাতরী ইউনিয়নের পূর্ব সিংহরা এলাকার নুনিয়া দত্তের ছেলে।

 

লিখিত এজাহার থেকে যায়, রবিবার দুপুরে কৈখাইন গ্রাম সংলগ্ন বেড়িবাঁধ দিয়ে দোকান থেকে নাস্তা নিয়ে যাওয়ার সময় আশেপাশে লোকজন না থাকার সুযোগে ওই কিশোরীকে বেড়িবাঁধের পাশে জমিতে ধর্ষণের চেষ্টা করে আটক যুবক। কিশোরী চিৎকার শুরু করলে স্থানীয়রা এসে উদ্ধার করে। পরে উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এলাকার লোকজন হাতেনাতে আটক করে অভিযুক্ত যুবককে পুলিশে দেয়।

 

এ ঘটনায় আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল আহমেদ মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।

 

 

পূর্বকোণ/সুমন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট