চট্টগ্রাম মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

রাউজানে বাসচাপায় বাইক আরোহী নিহত, আহত ১

রাউজান সংবাদদাতা

২ জুন, ২০২৪ | ৪:৩৩ অপরাহ্ণ

চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজানে বাসের চাপায় মোহাম্মদ ইমন (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

 

নিহত ইমন উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মগদাই গ্রামের মনছুর আলীর বাড়ির জাহাঙ্গীর আলমের ছেলে।

 

রবিবার (২ জুন) দুপুর ১২টায় বাগোয়ান ইউনিয়নের ধরের টেক গঙ্গা মন্দিরের সামনে এই দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই যুবক মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হয়। পরে দুইজনকে উদ্ধার করে নোয়াপাড়া পাইওনিয়ার হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসক ইমন নামে একজনকে মৃত ঘোষণা করেন।

 

পূর্বগুজরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আরিফ বলেন, হানিফ পরিবহনের সঙ্গে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। অপরজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে বাসের চালক পলাতক রয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট