চট্টগ্রাম সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ

নিজ বাড়িতে ফুলেল শুভেচ্ছায় সিক্ত এভারেস্টজয়ী বাবর আলী

নিজস্ব সংবাদদাতা, হাটহাজারী

৩০ মে, ২০২৪ | ১২:৫৩ অপরাহ্ণ

জন্মস্থান হাটহাজারী উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের গ্রামের বাড়িতে আত্মীয়-স্বজন, শুভাকাক্সক্ষী ও বন্ধুবান্ধবসহ হাজার হাজার মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট ও চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ লোৎসেজয়ী ডা. মো. বাবর আলী।

 

 

এ সময় বুড়িশ্চর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে বরণ ও শুভেচ্ছা জানানো হয়।

 

গত মঙ্গলবার বিকেলে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ডা. মো. বাবর আলী নেপাল থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম বিমানবন্দরে এসে পৌঁছান। এরপর রাত ১১টার দিকে তিনি তার গ্রামের বাড়ি বুড়িশ্চরের নজুমিয়া হাট এলাকার বাদশা মিয়া সিপাহীর বাড়িতে প্রবেশ করলে তাকে ফুল দিয়ে বরণ করে নেন বুড়িশ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহেদ হোসাইন এবং বাবর আলীর পিতা মো. লিয়াকত আলী ও মা লুৎফুন্নাহার বেগমসহ ইউনিয়ন পরিষদের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

 

উল্লেখ্য, গত ১৯ মে ডা. বাবর আলী ষষ্ঠ বাংলাদেশি হিসেবে এভারেস্টের চ‚ড়ায় আরোহণ করেন। ২১ মে তিনি বিশ্বের চতুর্থ উচ্চতম স্থান লোৎসে পর্বতের শিখরে আরোহণ করে রেকর্ড গড়েন। দেশে ফেরার পর পর্বত আরোহীদের ক্লাব ভার্টিকাল ড্রিমার্স এবং বাবরের শুভাকাঙ্ক্ষীরা তাকে সংবর্ধনা দেয়।

পূর্বকোণ/এসএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট