চট্টগ্রাম মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

আনোয়ারায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২

নিজস্ব সংবাদদাতা, আনোয়ারা

২৯ মে, ২০২৪ | ১:২৬ অপরাহ্ণ

আনোয়ারায় উপজেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চেয়ারম্যান প্রার্থী তৌহিদুল হক চৌধুরী দোয়াত কলম প্রতীকের সমর্থক মো. মামুন ও জাহিদ হাসান মির্জা আহত হন।

 

আজ বুধবার সকাল ১০টায় উপজেলার বরুমচড়া ইউনিয়নের আখতারুজ্জামান চৌধুরী বাবু উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

 

আনোয়ারায় আজ সকাল ৮টা থেকে উপজেলা ৭৪টি কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে ভোটাররা ভোট কেন্দ্রে উপস্থিত হয়। কিন্তু ভোট পড়েছে কম।

 

এদিকে, সুন্দরভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও সকাল ১০টায় বরুমচড়া আখতারুজ্জামান ভোট কেন্দ্রে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ভোট গ্রহণের কিছুক্ষণ বিঘ্ন ঘটলেও পরে ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

 

আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাে. মহিউদ্দিন বলেন, সকালে কেন্দ্রের বাইরে দুই প্রার্থীর সমর্থকদের মাঝে হাতাহাতি হয়। এতে কেন্দ্র এলাকায় উত্তেজনা বিরাজ করে। পরে পুলিশ স্টাইকিং ফোর্স ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পূর্বকোণ/সুমন/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট