চট্টগ্রাম মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

উপজেলা নির্বাচন

আনোয়ারায় কেন্দ্রে ভোটার উপস্থিতি কম, বাইরে নেতাকর্মীদের ভিড়

আনোয়ারা সংবাদদাতা

২৯ মে, ২০২৪ | ১২:১২ অপরাহ্ণ

আনোয়ারা উপজেলা পরিষদের তৃতীয় ধাপের নির্বাচন। সকাল ৮টায় শুরু হয়েছে ভোটগ্রহণ। তবে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিত কম হলেও উপচেপড়া ভিড় দেখা গেছে কেন্দ্রের বাইরে।

 

 

উপজেলার আনোয়ার সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৭৭৪ জন। এই ভোটকেন্দ্রে সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছে ৭ ভাগ। তবে লাইনে কোনো ভোটার নেই।

 

 

আনোয়ারা সদরের গৃহবধূ জন্মা রানী বলেন, আগের মতোন ভোটের আমেজ নেই। আগে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে হতো। এখন লাইনে দাঁড়াতে হয় না।

 

 

আনোয়ার সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার হাসান তারেক বলেন, কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৭৭৪ জন। সকাল ১১টা পর্যন্ত ভোট কাস্ট হয়েছে ৪০০ ভোট । সকাল থেকেই এখানে ভোটার উপস্থিত কম।

 

 

নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী- ১১টি ইউনিয়নের ৭৪টি ভোট কেন্দ্রে ব্যালেট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এ উপজেলায় ২ লাখ ৩৩ হাজার ১শত ৯ জন ভোটার। এরমধ্যে ১ লাখ ২৩ হাজার ৮শ ৮৮ জন পুরুষ এবং ১ লাখ ৯ হাজার ২শ ২১জন মহিলা ভোটার। নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

 

এছাড়া সুষ্ঠভাবে ভোট গ্রহণের জন্য প্রতিটি কেন্দ্রে প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসারের পাশাপাশি ভোটের মাঠে রয়েছে ১৪ জন ম্যাজিস্ট্রেট, মোবাইল টিম ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ১১টি পুলিশ স্ট্রাইকিং টিম, ৪ প্লাটুন বিজিবি ও র‌্যাব ফোর্স সদস্যরা দায়িত্ব পালন করছেন।

 

 

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আনোয়ারা উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু জাফর ছালেহ জানান, আনোয়ারায় ১১টি ইউনিয়নের ৭৪টি কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট শুরু হয়েছে। কোথাও কোন বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।।আশা করি সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হবে।

পূর্বকোণ/সুমন/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট