চট্টগ্রাম বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

ঘূর্ণিঝড় রেমালে সন্দ্বীপে ১৫০ ঘর ক্ষতিগ্রস্ত, আহত ৪

সন্দ্বীপ সংবাদদাতা

২৮ মে, ২০২৪ | ১২:৩২ অপরাহ্ণ

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে সন্দ্বীপের ১৫০ ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘর চাপা পড়ে আহত হয়েছেন ৪ জন। এছাড়াও প্রবল বাতাসে প্রচুর পরিমাণ গাছপালা উপড়ে পড়ে রাস্তাঘাট, বিদ্যুতের খুঁটি ও তার ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

আহতরা হলেন- সমর মজুমদার (৪০), তার মা গীতা রানী মজুমদার (৭০), স্ত্রী পুষ্প রানী মজুমদার (৩৫) ও ছেলে অরুপ মজুমদার (১৬)। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।

 

সোমবার (২৮ মে) সকাল থেকে সন্দ্বীপের উপজেলার উপর দিয়ে দমকা হাওয়া বইতে শুরু করেছে। বেলা বাড়ার সাথে সাথে বাতাসের গতিবেগ ও বৃষ্টি পরিমাণ বাড়ছে। প্রচণ্ড বাতাসে বিভিন্ন এলাকার প্রায় তিন শতাধিক গাছপালা উপড়ে পড়ে।

 

সকাল সাড়ে ১০টায় গাছ উপরে ঘরের উপর পড়ে রহমতপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের সুখদেব মহাজন বাড়ির সমর মজুমদারের ঘরের উপর পড়ে। এতে ঘরের ভিতরে থাকা চারজন সদস্য ঘর চাপা পড়ে আহত হন। পড়ে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে।

 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইসমাইল হোসেন বলেন, ঘূর্ণিঝড় রেমালে সন্দ্বীপে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। প্রায় দেড়শটি কাচা ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পেয়েছি।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট