চট্টগ্রাম রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

সর্বজনীন পেনশন স্কিম রেজিস্ট্রেশনে দেশসেরা রাউজান

রাউজান সংবাদদাতা

১৬ মে, ২০২৪ | ১২:৪১ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে সর্বজনীন পেনশন স্কিম ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় বেসরকারি চাকরিজীবী, ইমাম সমাজ, শিক্ষক সমাজ, ব্যবসায়ী, মধ্যবিত্ত শ্রেণি, পরিবহন শ্রমিক থেকে শুরু করে দিনমজুর পর্যন্ত পেনশন স্কিমের আওতায় আসতে রেজিস্ট্রেশন সম্পন্ন করছেন।

 

এ প্রসঙ্গে রাউজান উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা বলেন, ‘ গতকাল বুধবার পর্যন্ত রাউজানে ৪ হাজারের বেশি নারী-পুরুষ সর্বজনীন পেনশন স্কিন রেজিস্ট্রেশন করেছেন। যা চট্টগ্রাম তথা সারাদেশের মধ্যে উপজেলা পর্যায়ে সর্বোচ্চ।’ এই পেনশন স্কিম সাড়া পাওয়া গেছে, সেটি উৎসাহব্যঞ্জক। এই পর্যন্ত আমরা ৪ হাজারের বেশি রেজিস্ট্রেশন সম্পন্ন করেছি। সামনের দিনগুলোয় সর্বজনীন পেনশনে আগ্রহী মানুষের সংখ্যা আরও বাড়বে।’

 

উপজেলা সহকারী ভূমি কমিশনার রিদুয়ানুল ইসলাম ও প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ বলেন, ‘উপজেলা প্রশাসন জনসাধারণ ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজনকে নিয়ে সর্বজনীন পেনশন স্কিমের নানাবিধ উপকারিতা জানাতে ১৪টি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে অবহিতকরণ সভা করেছেন। লিফলেট বিতরণ, ইমাম সমাবেশ, ইউনিয়ন ডিজিটাল সেন্টারে সর্বজনীন পেনশন স্কিম হেল্প ডেক্স স্থাপন, সকল ইউনিয়ন ভূমি অফিসে হেল্প ডেক্স স্থাপন এবং বিভিন্ন গ্রোথ সেন্টারে স্পট রেজিস্ট্রেশন কার্যক্রম হাতে নিয়ে উপজেলা প্রশাসন রেজিস্ট্রেশন কার্যক্রম বেগবান করছেন।

 

স্থানীয় সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী সর্বজনীন পেনশন স্কিম রেজিস্ট্রেশন কার্যক্রম বেগবান করতে পৌরসভার মেয়র ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নির্দেশনা দিয়েছেন এবং বিভিন্ন অবহিতকরণ সভায় বক্তব্য দিয়ে জনসাধারণকে অনুপ্রাণিত করেছেন। স্থানীয় পৌরসভার মেয়র ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ স্থানীয়ভাবে মাইকিং, অবহিতকরণ সভা ও লিফলেট বিতরণ করে জনসাধারণকে এই বিষয়ে উদ্বুদ্ধ করছেন।

 

দেশের জনগণের গড় আয়ু বৃদ্ধির কারণে ক্রমবর্ধমান বয়স্ক জনগোষ্ঠীকে টেকসই ও সুসংগঠিত সমাজিক নিরাপত্তা বলয়ের আওতাভুক্ত করার লক্ষ্যে এবং ভবিষ্যতে কর্মক্ষম জনসংখ্যা হ্রাসের কারণে নির্ভশীলতার হার বৃদ্ধি পাবে বিবেচনায় নিয়ে জাতীয় সংসদে ‘সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন, ২০২৩’ পাস করা হয়েছে। ২০২৩ সালের ৩১ জানুয়ারি রাষ্ট্রপতির সম্মতি লাভের পর আইনটি গেজেট আকারে প্রকাশিত হয়েছে। এ আইনের আলোকে গঠিত জাতীয় পেনশন কর্তৃপক্ষের মাধ্যমে সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট