চট্টগ্রাম শনিবার, ২১ জুন, ২০২৫

সর্বশেষ:

সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ
ফাইল ছবি

সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

১৯ মে, ২০২৫ | ১১:৫৭ পূর্বাহ্ণ

পারভেজ হোসেন ইমনের রেকর্ড গড়া শতকে প্রথম টি-টোয়েন্টি জয় পেয়েছে বাংলাদেশ। আর তাই সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আজ শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

 

এদিকে দ্বিতীয় টি- টোয়েন্টি শেষে দেশে ফেরার কথা ছিল বাংলাদেশ দলের। এরপর সবকিছু ঠিক থাকলে সেখান থেকেই পাকিস্তান সফরে যাওয়ার কথা। কিন্তু এই পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আনতে চাইছে বিসিবি। তারা চাইছে, দেশে না ফিরে আমিরাতে আরও একটি অতিরিক্ত টি-টোয়েন্টি খেলে সেখান থেকেই পাকিস্তান সফরে যাওয়া। আর এজন্য আরও একটি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে বিসিবি। আমিরাত ক্রিকেট বোর্ড রাজি হলে সিরিজে আরও একটি ম্যাচ বাড়বে।

 

সিরিজের প্রথম ম্যাচে ইমনের দুর্দান্ত সেঞ্চুরির পর বোলাররা বাংলাদেশকে জয় এনে দেন। বিশেষভাবে পেসাররা সংযুক্ত আরব আমিরাতের ব্যাটারদের উপর আধিপত্য বিস্তার করেছেন। তবে ম্যাচের ১৮তম ওভার পর্যন্ত ভালোভাবেই লড়াইয়ে ছিল সংযুক্ত আরব আমিরাত। জয়ের সুযোগ তৈরি করেছিল স্বাগতিকরা। কিন্তু ডেথ ওভারে নিজেদের সামর্থ্য দেখাতে পারেনি আরব আমিরাত।

 

প্রথম ম্যাচের পর অধিনায়ক লিটন দাস বলেন, অবশ্যই, এটা ভালো স্কোর ছিল। কিন্তু আমাদের আরও ভালোভাবে শেষ করতে হবে। শেষ তিন ওভারে আমরা খুব বেশি রান করতে পারিনি।

 

পেসারদের প্রশংসা করতে ভুল করেননি লিটন। তিনি বলেন, আমি আমার বোলারদের জানি, যে কোন সময় বোলাররা ঘুরে দাঁড়াতে পারবে।

 

আরব আমিরাতের বিপক্ষে সিরিজ জিতে পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রস্তুত করার লক্ষ্য বাংলাদেশের। এই সিরিজের আগে দলের উন্নতি দেখতে চান লিটন। তিনি বলেন, অবশ্যই, আমাদের প্রথম লক্ষ্য আরব আমিরাতের বিপক্ষে দু’টি ম্যাচেই জয়। পাশাপাশি একই সাথে আমরা সম্প্রতি যে জায়গাগুলো নিয়ে কাজ করছি সেখানে উন্নতি দেখতে চাই।

 

প্রথম ম্যাচ জিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে এখনও অপরাজিত আছে বাংলাদেশ। এখন পর্যন্ত আরব আমিরাতের বিপক্ষে চার ম্যাচের সবগুলোতেই জিতেছে টাইগাররা।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন