চট্টগ্রাম রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪

শূন্যতে ফিরলেন সাকিব, বাংলাদেশ হারাল ৭ম উইকেট 

স্পোর্টস ডেস্ক

১ অক্টোবর, ২০২৪ | ১১:৪১ পূর্বাহ্ণ

পঞ্চম দিনের শুরুটা ভালো করেছিল বাংলাদেশ। আগের ইনিংসে সেঞ্চুরি করলেও দ্বিতীয় ইনিংসে রবিচন্দ্রন অশ্বিনের বলে স্লিপে ক্যাচ দিয়ে মুমিনুল ফিরলেন সাজঘরে। এরপরই নাজমুল ও সাদমানের উইকেট হারাল বাংলাদেশ। আকাশ দীপের বলে অফ স্টাম্পের বাইরের বলে শট খেলতে গিয়ে জয়সোয়ালের হাতে ক্যাচ দেন সাদমান।

এরপর জাদেজার বলে ফিরলেন লিটন। দুই প্রান্তে ছিলেন বাংলাদেশের দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিক ও সাকিব। কিন্তু সাকিবও জাদেজার বলে ক্যাচ দিয়ে শূন্য রানে ফিরলেন সাজঘরে। ৭উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৯৪। লিড ৪২ রানের।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন