চট্টগ্রাম রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪

বছরের আরেকটি শিরোপার দ্বারপ্রান্তে মেসি

স্পোর্টস ডেস্ক

৩০ সেপ্টেম্বর, ২০২৪ | ২:০৯ অপরাহ্ণ

চলতি বছরের জুলাইয়ে লিওনেল মেসির নেতৃত্বে টানা দুইবার কোপা আমেরিকার ট্রফি ঘরে তোলে আর্জেন্টিনা। কোপা আমেরিকার সেই ফাইনালে পায়ে চোটের কারণে দুই মাস মাঠের বাইরে ছিলেন মেসি। ইন্টার মায়ামির হয়ে মাঠে ফিরেই গোল করে যাচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা। এবার সেই মায়ামির হয়েই আরেকটি শিরোপার দ্বারপ্রান্তে আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি।

 

মার্কিন যুক্তরাষ্ট্রের লিগের মৌসুমে প্রাথমিকভাবে সর্বোচ্চ পয়েন্টধারী ক্লাব পায় সাপোর্টার্স শিল্ডের শিরোপা। যদিও এটি মেজর লিগ সকারের মূল শিরোপা নয়। সাধারণ নিয়মে লিগের ইস্টার্ন ও ওয়েস্টার্ন কনফারেন্সের ২৯ দল তাদের লিগ মৌসুমে নির্ধারিত ৩৪ ম্যাচ শেষ করে। এই ৩৪ ম্যাচে থেকে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলের হাতে ওঠে সাপোর্টার্স শিল্ডের শিরোপা।

 

বর্তমানে ৩১ ম্যাচ শেষে মেসির দল ইন্টার মায়ামির পয়েন্ট ৬৫। দুইয়ে থাকা এলএ গ্যালাক্সি ৩১ ম্যাচে পেয়েছে ৫৮ পয়েন্ট। তিনে থাকা কলম্বাস ক্রুর সংগ্রহ ৩০ ম্যাচে ৫৭ পয়েন্ট। ৩৪ ম্যাচের লিগে ইন্টার মায়ামির সাপোর্টার্স শিল্ড নিশ্চিত হতে পারে পরের ম্যাচেই। যেখানে তারা মুখোমুখি হবে কলম্বাস ক্রুর। মেসির দল সেই ম্যাচ জিতলেই নিশ্চিত হবে সাপোর্টার্স শিল্ড শিরোপা।

 

পরের ম্যাচে জয় পেলে মায়ামির পয়েন্ট হবে ৬৮। আর কলম্বাস ক্রু নিজেদের শেষ তিন ম্যাচ জিতলেও পয়েন্ট হবে ৬৬। অন্যদিকে এলএ গ্যালাক্সি বাকি থাকা সব ম্যাচ জিতলে পাবে মোট ৬৭ পয়েন্ট। সেক্ষেত্রে ইন্টার মায়ামিরই শিরোপা নিশ্চিত।

 

এদিকে, শিরোপা জয় ছাড়াও ইতিহাস গড়ার সুযোগ আছে ইন্টার মায়ামির সামনে। মার্কিন যুক্তরাষ্ট্রের লিগে সাপোর্টার্স শিল্ডের ক্ষেত্রে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট অর্জন করেছিল নিউ ইংল্যান্ড রেভ্যুলুশন। ২০২১ সালে ইতিহাসের সর্বোচ্চ ৭৩ পয়েন্ট অর্জন করে তারা। ইন্টার মায়ামি পরের ৩ ম্যাচ জিততে পারলে ৭৪ পয়েন্ট অর্জন করার মাধ্যমে যুক্তরাষ্ট্রের লিগে নতুন এক ইতিহাস গড়বে।

 

পূর্বকোণ/এমটি

শেয়ার করুন