চট্টগ্রাম বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

সাবিনা গোল করলেও জিততে কষ্ট হলো নাসরিনের

অনলাইন ডেস্ক

১০ মে, ২০২৪ | ১১:৫৬ অপরাহ্ণ

ম্যাচের শুরুতেই এগিয়ে গেলো নাসরিন একাডেমি। পরে আত্মঘাতী গোলে ব্যবধান আরও বাড়লো। তবে লড়াই চালিয়ে দ্বিতীয়ার্ধে এক গোল শোধ করে সিরাজ স্মৃতি জমিয়ে তুললো ম্যাচ। কিন্তু শেষ পর্যন্ত জয় হয়েছে  নাসরিন একাডেমির।

 

কমলাপুরের শহীদ বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে নারী ফুটবল লিগে সিরাজ স্মৃতিকে ২-১ গোলে হারিয়েছে নাসরিন একাডেমি। তারকা স্ট্রাইকার সাবিনা খাতুন দলকে এগিয়ে নেওয়ার পর নাহিদা আক্তারের আত্মঘাতী গোলে ব্যবধান হয় দ্বিগুণ। পরে উমহেলা মারমা ব্যবধান কমালেও সিরাজ স্মৃতি হার এড়াতে পারেনি। ম্যাচের ৫  মিনিটে এগিয়ে যায় নাসরিন একাডেমি। সতীর্থের শট ব্লকড হওয়ার পর বক্সেই বল পেয়ে যান সাবিনা। ডান পায়ের কোনাকুনি শটে গোলকিপারকে পরাস্ত করেন জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট