ঢাকার দারুস সালামের দ্বীপনগর এলকায় ‘গণপিটুনিতে’ দুই যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার (৩১ মে) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত দুই যুবককেই চিহ্নিত ‘মাদক কারবারি ও ছিনতাইকারী’ বলছে পুলিশ।
দারুস সালাম জোনের সহকারী কমিশনার ইমদাদ হোসেন বিপুল জানিয়েছেন, শনিবার দুপুর ১২টার দিকে ওই দুই যুবক ওই এলাকায় যাওয়ার স্থানীয়রা ‘ক্ষিপ্ত হয়ে গণপিটুনি দিলে’ ঘটনাস্থলেই তারা মারা যান।
প্রাথমিকভাবে একজনের নাম তানভীর বললেও বাকি একজনের নাম পুলিশ এখন জানতে পারেনি।
সহকারী কমিশনার বিপুল বলেন, গতকাল ওই এলাকায় মাদকবিরোধী একটা বড় অভিযান হয়েছিল। আজ দুইজন ওই এলাকায় গেলে জনগণ ক্ষিপ্ত হয়ে দুইজনকে গণপিটুনি দেয়।
পূর্বকোণ/পিআর