বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটারদের অন্যতম সাকিব আল হাসান। কারও হিসেবে তিনিই সর্বকালের সেরা ক্রিকেটার। এই তারকাটিই এখন জাতীয় দলের বাইরে। গেল বছর ভারতের বিপক্ষে মাঠে নামার পর থেকে জাতীয় দলের হয়ে আর দেখা যায়নি তাকে। দীর্ঘ অনুপস্থিতির পর সম্প্রতি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে মাঠে ফেরেন তিনি, যদিও প্রত্যাশিত পারফরম্যান্স ছিল না।
এই দীর্ঘ বিরতির পেছনে ছিল একাধিক কারণ। একদিকে দেশের মাটিতে অবসর নেওয়ার ইচ্ছা থাকলেও রাজনৈতিক উত্তাপ ও আন্দোলনের মুখে সেই পরিকল্পনা স্থগিত করতে হয় তাকে। অন্যদিকে বোলিং অ্যাকশনের সমস্যার কারণে পড়েন নিষেধাজ্ঞার ফাঁদে, যা আরও দীর্ঘ করে তার অনুপস্থিতির সময়টা।
সাকিবের মাঠে ফেরার পরই নতুন করে আলোচনা শুরু হয়েছে-তিনি কি আবার ফিরবেন জাতীয় দলে? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আজ সোমবার বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠুকে এ বিষয়েই প্রশ্ন করা হলে তিনি জানান, সাকিবকে নিয়ে এখনো বিসিবির চ্যাপ্টার ক্লোজ হয়নি।
মিঠু বলছিলেন, ‘অবশ্যই নয়। কিন্তু আমাদের যে টিম ম্যানেজমেন্ট এবং টিম সেট আপ আছে, প্লাস অ্যাকশন শোধরানোর পর সাকিব তো এটা প্রথম টুর্নামেন্ট খেলল (পিএসএল)। সো এটা সামনে দেখার ব্যাপার। কিন্তু একটা বিষয়, সে একজন বিশ্বমানের খেলোয়াড়।’
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আরও বলেন, ‘যে কোনো দলের জন্য সে বড় সম্পদ। সুতরাং আমাদের টিম ম্যানেজমেন্ট এবং সিলেক্টরদের কনসিডারেশনে সে সবসময় থাকে। অ্যাকশন শোধরানোর পর সাকিব তো এই প্রথম দুটো ম্যাচ খেলল। আরও কয়েকটা ম্যাচ খেলুক, তারপর উত্তর দিতে পারব।’
এর অর্থ সাকিবের পথ পুরোপুরি বন্ধ হয়নি। কিন্তু এটাও সত্য বর্তমান পরিস্থিতি বলছে সাকিবের ফেরার সম্ভাবনা নেই বললেই চলে!
পূর্বকোণ/আরআর/পারভেজ