চালু হয়েছে গার্মেন্টস ফ্যাক্টরি। বুধবার (৭ আগস্ট) সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকার পোশাক শ্রমিকদের কাজে যেতে দেখা গেছে।
ভিশন অ্যাপারেলসের পোশাক শ্রমিক স্বপ্না বলেন, অনেকদিন পর কাজে যোগদান করছি। খুব ভালো লাগছে।
জকি গার্মেন্টস লিমিটেড শ্রমিক রফিক মিয়া বলেন, আমরা আশা করবো দেশ যেই চালাক না কেন, আমরা যাতে খেয়ে বাঁচতে পারি।
ডায়না গার্মেন্টস লিমিটেডের শ্রমিক সুমাইয়া বিশ্বাস বলেন, অনেক কষ্ট করেছি। এখন একটু সুখের মুখ দেখতে চাই। আশা করি, দেশের দায়িত্বে যারা আসবেন তারা জনগণের কথা চিন্তা করবেন।
গত কয়েকদিন ধরে চলা বৈষম্যবিরোধী আন্দোলনের এক দফা দাবির মুখে সোমবার (৫ আগস্ট) পদত্যাগ করেন শেখ হাসিনা। পরে, বেলা আড়াইটার দিকে বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছাড়েন তিনি। এরপর সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান বলেন, খুব শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে।
পূর্বকোণ/আরআর/পারভেজ