চট্টগ্রাম রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

বিশ্ব হেপাটাইটিস দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

২৮ জুলাই, ২০২৩ | ১১:২১ পূর্বাহ্ণ

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস। ২০০৮ সালের ২৮ জুলাই ‘বিশ্ব হেপাটাইটিস এলায়েন্স’ বিশ্ববাসীকে সচেতন করতে প্রথমবার হেপাটাইটিস দিবস পালনের উদ্যোগ নেয়। এরপর থেকে প্রতিবছর ২৮ জুলাই দিবসটি পালন করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০১১ সালে দিবসটির স্বীকৃতি দেয়।

 

হেপাটাইটিস বি ভাইরাস আবিষ্কারক নোবেল বিজয়ী আমেরিকান চিকিৎসক প্রফেসর ব্লম বার্গ এর জন্ম তারিখকে সম্মান জানিয়ে এই দিনে বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত হয়। হেপাটাইটিস দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। ‘আমরা আর অপেক্ষা করছি না’  প্রতিপাদ্যে বাংলাদেশে দিবসটি পালিত হচ্ছে।

 

চট্টগ্রামে আজ  লিভার কেয়ার সোসাইটি এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। নগরীর মোহাম্মদ আলী রোডের (শিল্পকলা একাডেমির পাশে) রয়্যাল গার্ডেন কমিউনিটি সেন্টারে দিনব্যাপী আয়োজনের মধ্যে রয়েছে সকাল ১০টায় বর্ণাঢ্য র‌্যালি এবং সাড়ে দশটায় হেপাটাইটিস রোগিদের উপস্থিতিতে সমাবেশ ও আলোচনা সভা । এছাড়া মধ্যাহ্ন ভোজের পর রয়েছে সংগঠনের ২য় বার্ষিক সাধারণ সভা। এতে সংগঠনের পক্ষ থেকে সকল সদস্যকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট