চট্টগ্রাম রবিবার, ২০ জুলাই, ২০২৫

সর্বশেষ:

ইরানের জনগণকে সহায়তা দিতে প্রস্তুত রাশিয়া: পুতিন
ফাইল ছবি

ইরানের জনগণকে সহায়তা দিতে প্রস্তুত রাশিয়া: পুতিন

অনলাইন ডেস্ক

২৩ জুন, ২০২৫ | ৭:২৫ অপরাহ্ণ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তাঁর দেশ ইরানের জনগণকে সহায়তা দিতে প্রস্তুত। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যে অভিযোগে আগ্রাসন চালানো হচ্ছে, তা ‘ভিত্তিহীন’।

 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আজ মস্কোয় প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেন। আল-জাজিরার খবরে বলা হয়, বৈঠকের শুরুতেই পুতিন এসব কথা বলেন।

 

এ সময় পররাষ্ট্রমন্ত্রী আরাগচি ইরানে যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানানোর জন্য পুতিনকে ধন্যবাদ জানান। আরাগচি বলেন, রাশিয়া ‘ইতিহাসের সঠিক পক্ষে’ রয়েছে।

 

আরাগচি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের শুভেচ্ছা পুতিনকে পৌঁছে দেন।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন