চট্টগ্রাম রবিবার, ২০ জুলাই, ২০২৫

সর্বশেষ:

মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর পর সপ্তাহের প্রথম লেনদেনের দিনে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়তে দেখা গেছে।
ফাইল ছবি

আন্তর্জাতিক বাজারে বাড়ল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

২৩ জুন, ২০২৫ | ১:৫৮ অপরাহ্ণ

মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর পর সপ্তাহের প্রথম লেনদেনের দিনে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়তে দেখা গেছে।

 

বিশ্ববাজারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রেন্ট ক্রুড অয়েল অর্থাৎ অপরিশোধিত তেলের দাম শুরুর দিকে তিন শতাংশের বেশি বেড়ে প্রতি ব্যারেল প্রতি ৭৯ ডলারের ওপরে উঠেছে।

 

মার্কিন হামলার পর থেকেই ধারণা করা হচ্ছিল যে তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কায় বাজারে তেলের দাম বাড়বে।

 

এদিকে, এশিয়ার শেয়ারবাজারগুলোও কয়েক ঘণ্টার মধ্যে খুলে যাবে, এবং সেখানকার বাজারেও অস্থিরতা দেখা যেতে পারে বলে আশংকা করা হচ্ছে।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন