চট্টগ্রাম বুধবার, ০৯ জুলাই, ২০২৫

সর্বশেষ:

আইআরজিসির ড্রোন ইউনিটের দ্বিতীয় শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক

২১ জুন, ২০২৫ | ২:৫৩ অপরাহ্ণ

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ড্রোন ইউনিটের দ্বিতীয় শীর্ষ কমান্ডারকে হত্যা করার দাবি করেছে ইসরায়েল। খবর আল-জাজিরার

এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দেশটির যুদ্ধবিমান দক্ষিণ-পশ্চিম ইরান থেকে ইসরায়েলের দিকে শত শত ইউএভি (চালকবিহীন উড্ডয়ন যান) ড্রোন হামলার পরিকল্পনা ও তদারকির দায়ে অভিযুক্ত কমান্ডার আমিন পোর জোদখিকে লক্ষ্য করে বিমান হামলা চালায়।

ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়, এর আগে ১৩ জুন আইআরজিসির ড্রোন বাহিনীর আরেক শীর্ষ কর্মকর্তা তাহার ফুরকে হত্যা করা হয়। তার মৃত্যুর পর জোদখি ওই ইউনিটের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন।

ইসরায়েলি সেনাবাহিনী এই তথ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলেও এ বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট