চট্টগ্রাম শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

লেবানন থেকে পিছু হটেছে ইসরায়েলি সৈন্যরা, দাবি হিজবুল্লাহর

আন্তর্জাতিক ডেস্ক

২ অক্টোবর, ২০২৪ | ২:০২ অপরাহ্ণ

লেবাননের দক্ষিণের শহর ওদাইসেহে থেকে ইসরায়েলি সৈন্যদের পিছু হটতে বাধ্য করেছে বলে দাবি হিজবুল্লাহর। বুধবার (২ অক্টোবর) কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। 

 

প্রতিবেদনে বলা হয়, হিজবুল্লাহ টেলিগ্রামে এক পোস্টে জানিয়েছে, বুধবার ভোরে দক্ষিণ লেবাননের শহর ওদাইসেহে অনুপ্রবেশকারী ইসরায়েলি বাহিনীর মুখোমুখি হয়েছিল হিজবুল্লাহ। এতে তাদেরকে ক্ষতি করার পাশাপাশি পিছু হটতে বাধ্য করা হয়।

 

এদিকে, লেবাননের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ইউনিট জানিয়েছে, গত বছরের ৮ অক্টোবর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় ফলে ১ হাজার ৮৭৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯ হাজার ১৩৪ জন।

 

এছাড়াও দেশটি থেকে বাস্তুচ্যুতের সংখ্যা এক মিলিয়ন (১০ লাখ) ছাড়িয়ে গেছে। এদের মধ্যে এক লাখ ৫৫ হাজার ৬০০ জন বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন