চট্টগ্রাম শনিবার, ০৫ অক্টোবর, ২০২৪

ভারতে প্রতারক চক্রের কাণ্ডকীর্তি

নারীদের অন্তঃসত্ত্বা করতে পারলেই ১৭ লাখ টাকা!

আন্তর্জাতিক ডেস্ক

২ জানুয়ারি, ২০২৪ | ১১:৩১ অপরাহ্ণ

বন্ধ্যা নারীদের অন্তঃসত্ত্বা করতে পারলেই ছিল ১৩ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৭ লাখ টাকা) রোজগারের সুযোগ। আবার না পারলেও ছিল পাঁচ লাখ রুপির (বাংলাদেশি মুদ্রায় ৭ লাখ টাকা) সান্ত্বনা পুরস্কার। ভারতের বিহারে বেশ কিছু দিন ধরেই সক্রিয় ছিল এমনই এক চক্র। শেষ পর্যন্ত ওই চক্রের ৮ জনকে নওয়াদা জেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-তে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, ওই চক্রের পক্ষ থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন পুরুষের সঙ্গে যোগাযোগ করা হত। অল ইন্ডিয়া প্রেগন্যান্ট জব সার্ভিস নামে এই প্রতারণা চক্র চলত। পুরুষদের প্রস্তাব দিয়ে বলা হত, সন্তান ধারণ করতে পারেননি এমন নারীদের অন্তঃসত্ত্বা করে দিতে পারলেই ১৩ লাখ রুপি দেওয়া হবে। আগ্রহী পুরুষদের থেকে এর জন্য ৭৯৯ রুপি করে রেজিস্ট্রেশন ফি নেওয়া হতো। এরপর সিকিউরিটি ফির নামে ৫ থেকে ২০ হাজার রুপি নেওয়া হতো। তবে এরা কতজনের সঙ্গে এমন প্রতারণা করেছে তা এখনো জানায়নি পুলিশ। অভিযুক্ত ব্যক্তিদের ফোন থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অনেকের সঙ্গে কথা বলছে পুলিশ।

 

বিহারের নওয়াদা জেলার পুলিশ সুপার কল্যাণ আনন্দ জানিয়েছেন, নারীদের অন্তঃসত্ত্বা করতে না পারলেও ৫ লক্ষ অন্তত দেওয়া হবে বলেও পুরুষদের আশ্বস্ত করা হত।

 

এই চক্রের খবর পেয়েই নওয়াদা জেলায় তল্লাশি চালায় বিহার পুলিশের বিশেষ তদন্তকারী দল। তল্লাশি অভিযানে ওই চক্রের মোবাইল ফোন এবং প্রিন্টার উদ্ধার করেছে পুলিশ। ওই চক্রের মূল হোতাকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে পুলিশ জানিয়েছে, এটি একটি সাইবার প্রতারণা চক্রের অংশ।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন