চট্টগ্রাম সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

নেতানিয়াহুকে বড় ধাক্কা দিল ইসরায়েলের সুপ্রিম কোর্ট

আন্তর্জাতিক ডেস্ক

২ জানুয়ারি, ২০২৪ | ১২:১৫ অপরাহ্ণ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাঙ্ক্ষিত বিচার ব্যবস্থা সংস্কার বাতিল করে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (২ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিতর্কিত এই বিচারিক সংস্কারের পরিকল্পনা গত বছর নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলজুড়ে নজিরবিহীন বিক্ষোভের সূত্রপাত করেছিল। কিন্তু সব এড়িয়ে গত জুলাই মাসে সুপ্রিম কোর্টকে নিয়ন্ত্রণে রাখতে ইসরায়েলি পার্লামেন্টে ‘যৌক্তিকতা’ নামে একটি আইন পাস করিয়ে নেয় নেতানিয়াহু সরকার। এবার সেই আইনের বিরুদ্ধে সিদ্ধান্ত জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।

ইসরায়েলের সর্বোচ্চ আদালতের এক বিবৃতিতে বলা হয়েছে, ১৫ জনের মধ্যে ৮ জন বিচারক এই আইনের বিরুদ্ধে রায় দিয়েছেন। এতে আরও বলা হয়েছে, এই সংস্কার পরিকল্পনা ‘গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে ইসরায়েল রাষ্ট্রের মৌলিক বৈশিষ্ট্যগুলোর গুরুতর এবং অভূতপূর্ব ক্ষতি’ করেছে।

এদিকে ইসরায়েলের বিচারমন্ত্রী এবং আইনটির প্রধান কারিগর ইয়ারিভ লেভিন বিচারকদের ‘সমস্ত ক্ষমতা তাদের হাতে নেওয়ার জন্য’ সমালোচনা করেছেন এবং তাদের এই সিদ্ধান্তকে অগণতান্ত্রিক বলে অভিহিত করেছেন।

তবে বিরোধী নেতা ইয়ার লাপিদ এই রায়কে স্বাগত জানিয়ে এক্সে দেওয়া এক বার্তায় বলেছেন, ‘দেশের শীর্ষ আদালত ‘ইসরায়েলের নাগরিকদের সুরক্ষায় বিশ্বস্ততার সাথে তার ভূমিকা পালন করেছে।’

 

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট